হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রবাদ রয়েছে যে, ‘রাত যত গভীর হয়, দিন তত নিকটে আসে!’ তেমনি বিপদ-আপদ, দুর্যোগ ও দুর্ভাগ্য জীবনকে যতই বিষিয়ে তুলে; ততই স্বস্তি, সুখ ও প্রশান্তির পালা নিকটবর্তী হয়। অতএব, দুর্দশা-হতাশাগ্রস্তদের আশাবাদী হওয়া উচিত!
আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,
عنْدَ تَنَاهِي الشِّدَّةِ تَكُونُ الْفَرْجَةُ، وَعِنْدَ تَضَايُقِ حَلَقِ الْبَلاَءِ يَكُونُ الرَّخَاءُ.
কষ্টগুলো যখন তীব্রতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন সুখ ও স্বস্তির দরজা খুলে যায় এবং যখন বিপদ-আপদ, দুর্যোগ ও দুর্ভাগ্য কণ্ঠনালী চেপে ধরে (অর্থাৎ বিপদ-আপদ, দুর্যোগ ও দুর্ভাগ্য জীবন বিষিয়ে তুলে), তখন প্রশান্তি ও মুক্তির পালা আসে।
[নাহজুল বালাগাহ্, হিকমত (প্রজ্ঞাপূর্ণ উক্তি)- ৩৫১]